• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

অস্তিত্ব সংকটে সাভারের জলাশয়, নদী ও পরিবেশ

মোঃ ইব্রাহিম হোসেন / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

“অস্তিত্ব সংকটে সাভারের জলাশয়, নদী ও পরিবেশ” করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাভার রেডিও কলোনী এলাকার ওয়াইএমসিএ অডিটরিয়ামে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবকর সরকার।

আলোচনা অনুষ্ঠানে সাভারের বিভিন্ন এলাকায় অবস্থিত নদী-খাল দখল এবং দূষণ, অবৈধ হাউজিং, ডাম্পিং স্টেশনে বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা ধরনের সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা এবং সমস্যা সমাধানে করণীয় বিষয়ে মতামত গ্রহণ করা হয়েছে।

আলোচনা সভায় বেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তাসলিমা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ সাভার এর সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

এছাড়াও বেলার উর্দ্ধতন কর্মকর্তা, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলাম নূর, সাভার পৌরসভার সচিব আব্দুর রউফসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাভারের সচেতন নাগরিকগণ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd