মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি- ঢাকার সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে দুটি বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে পুড়ে মারা গেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামের এক পরিবারের চারজন।
নিহতরা হলেন ভাবনদত্ত গ্রামর এবং ভাবনদত্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন সিদ্দিকী (৫০), স্ত্রী মহসিনা খন্দকার( ৪০), ছেলে মাহায়মিন সিদ্দিকী( ১৪), শ্যালিকা সিমা খন্দকার (৩৫)।
বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত ১১টায় গ্রামের বাড়িতে মরাদেহ আসলে ভাবনদত্ত গণ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজে এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ আশেপাশের কয়েক গ্রামের সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।