• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মন্দিরের গাছের আম পাড়তে বাঁধা দেয়ায় ঘরে ঢুকে পেটালো বখাটেরা মান্দায় সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ’ এসিল্যান্ডের ড্রাইভারসহ গ্রেপ্তার ৪ পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহবান তানোরে প্রতিবন্ধীদের সাথে ইফতার ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বতরণ মগনামা ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল চকরিয়ায় পুলিশের উপর হামলাসহ একাধিক ডাকাতি মামলার আসামি লালু ও আহমদ ডাকাতসহ গ্রেপ্তার ৩ টেকনাফে অটোরিকশা থামিয়ে অপহরণ চেষ্টা, আটক ৩ পেকুয়ায় দিনমজুরকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন    চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি, গাজী মনির সভাপতি করিম সম্পাদক চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

আওয়ামী নেতা দুই ভাইয়ের রাম রাজত্বের শেষ কোথায়! পেকুয়া পল্লী সঞ্চয় ব্যাংক এখনো আওয়ামীলীগের দখলে

পেকুয়া প্রতিনিধি / ২৩ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

পেকুয়া প্রতিনিধি- পতিত স্বৈরাচারে নিরুদ্দেশ হলেও পেকুয়া পল্লী সঞ্চয় ব্যাংকে বহাল তবিয়তে রয়েছে আওয়ামীলীগ নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে পেকুয়া পল্লী সঞ্চয়ব্যাংক এখনো নিয়ন্ত্রণ করেন আপন দুই ভাই আওয়ামীলীগ পদবী ধারী বান্দরবান কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মাঠ সহকারী শাহাব উদ্দিন ও আরেকজন নৈশপ্রহরী শিলখালী ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মাহামুদুল হাসান জসিম প্রকাশ জসিম উদ্দিন। তারা দুজনেই আপন সহোদর ও পেকুয়া শিলখালী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও মৃত বজল আহমদের পুত্র। অফিসের হর্তাকর্তা এখনো এ দুসহোদর। পেকুয়া উপজেলা প্রজন্মলীগের সভাপতি অস্ত্রধারী সন্ত্রাসী মোকতারে সশস্ত্র ক্যাডার বাহিনীর সদস্য হওয়ায় তার অপকর্মের বিরুধীতা করার সাহস কারো ছিলনা। স্থানীয় লোকজনের অভিযোগ পল্লী সঞ্চয় ব্যাংকের মতো এলাকায় আধিপত্য বিস্তারও তাদের দখলে।

স্থাণীয় গ্রাহককে ঋণ বিতরণ থেকে শুরু করে ঋণ উত্তোলন সব কিছুতেই তাদের নিয়ন্ত্রণ। তাদের বিরুদ্ধে রয়েছে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে লোন হাতিয়ে নেয়ার অভিযোগ। স্থানীয় আওয়ামীলীগ নেতা হওয়ার সুবাধে অভিযোগ রয়েছে খোঁদ উপজেলা কর্মকর্তাও জিম্মি থাকতেন তাদের কাছে। কথায় কথায় প্রভাব দেখাতেন স্থানীয় আওয়ামীলীগ নেতাদের। বিএনপি সমর্থিত লোকজনের সাথে করতো চরম দূর্ব্যবহার। পাঁতানো নিয়োগের মাধ্যমে চাকুরী পাওয়া আপন দুই ভাই পেকুয়া পল্লী সঞ্চয় ব্যাংক থেকে যেন বদলী হয়না কখনো। গত কিছুদিন আগে নৈশপ্রহরী জসিম উদ্দিন পাশ্ববর্তী রামু উপজেলায় বদলী হলেও অদৃশ্য কারনে দুই দিনের মাথায় সে আবার চলে আসে পুরোনো কর্মস্থল পেকুয়ায়। পল্লী সঞ্চয় ব্যাংকের পেকুয়া শাখায় দীর্ঘদিন দু সহোদর চাকুরীর সুবাদে একক নিয়ন্ত্রণ করে ঋণ দেয়া উত্তোলন খেলাপীদের থেকে কিস্তি আদায় না করা ও অন্য কাউকে আদায় করতে না দেয়ারও অভিযোগ রয়েছে। পতিত আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে নানা প্রতারণার আশ্রয় নিয়ে প্রতিনিয়ত অপকর্ম করে গেলেও তার বিরুদ্ধে কোন প্রদক্ষেপ কেউ কোনদিন নিতে পারেনি। অদৃশ্য শক্তির বলে বলিয়ান হয়ে এখনো অপকর্ম করে যাচ্ছে। চাকুরীস্থল ছাড়াও এলাকায় একচেটিয়া আধিপত্য বিস্তার করে যাচ্ছে। উপজেলা সদরে চাকুরী করার সুবাদে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অপকর্ম হামলা অব্যাহত রাখে আওয়ামীলীগ নেতা এ দু সহোদর। গত ১৪ফেব্রুয়ারী সকাল ১০ দিকে একই এলাকার আনোয়ার হোছাইনকে সামান্য সীমানা বিরোধের জের ধরে জারুলবনিয়া ষ্টেশনে প্রকাশ্যে কুপিয়ে আহত করে। তার বিরুদ্ধে চকরিয়া জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। ছাত্রদল করার অপরাধে স্থানীয় ২০১৬ সালে রিয়াজের মটর সাইকেল আটকিয়ে নগদ ৫০ হাজার টাকা আদায় করে।

শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প বিশেষায়িত এই ব্যাংকে সারা দেশে একযোগে আওয়ামীলীগ নেতাদের চাকুরী দেয়া।

হয়েছিলো ফলে সেই সুবাধে আওয়ামীলীগের বিশ্বস্ত হিসেবে তাদের দাপট ছিলো অনেক বেশি। নিজ এলাকায় ও তারা প্রভাব দেখাতেন সমানতালে। তাদের কাছে মারধরের শিকার হয়েছেন স্থানীয় বিএনপি সমর্থিত অনেকেই। আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পরেও নিজ উপজেলায় চাকুরীর সুবাদে এই দুই কর্মচারী এখনো আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্থ রয়েছেন বলে জানান স্থাণীয়রা। তারা তাদের পছন্দের লোক না হলে ঋণ দিতে বাধা দেন এবং সেবা প্রার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। শুধু তাই নয় জসিম নৈশপ্রহরী হওয়ার পরেও সে দিনের বেলায় কর্মকর্তার পাশের চেয়ারে বসে অফিস করেন প্রতিদিন।

শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকার মোজাম্মেল জানান, ২০১৬ জারুল বুনিয়া স্টেশনে নিজেদের পৈত্রিক সম্পত্তির উপরে নির্মিত দোকান পাকা করার সময় জসিম ও শাহাব উদ্দিন মোটা অংকের চাদাঁ দাবি করেন। চাঁদা না দেয়ায় প্রজন্মলীগ উপজেলার বিভিন্ন সন্ত্রাসী এনে তাদের উপর হামলা করেন জসিম গং। এ ছাড়াও তাদের বিরুদ্ধে মারামারি চাঁদা দাবি হুমকিসহ একাধিক অভিযোগ রয়েছে নিজ এলাকায়।

এবিষয়ে জানতে অভিযুক্ত জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আগে প্রজন্মলীগ করতাম এখন করিনা।

একটি বাড়ী একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংক পেকুয়া শাখার মাঠ কর্মী সাহাবউদ্দিনের সাথে একাধিক বার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এবিষয়ে পেকুয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা রনি দাশ বলেন, বদলীর বিষয়টা আমার হাতে নেই। এটি আমাদের এমডি স্যার দেখেন। আমি বদলীর ব্যাপারে আসলেই কিছুই করতে পারিনা।

এব্যাপারে পেকয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনিও শুনেছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd