চাঁদপুর প্রতিনিধিঃ বিএনপির নির্বাহী পরিষদের সদস্য আজম খানের প্রতি দিন দিনই মানুষের আস্থা বাড়ছে বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলন।
২১ মার্চ শুক্রবার বিকালে চাঁদপুর সদরের শাহমাহমুদপুরের ৮নং ওয়ার্ডের মহামায়া টাহরখিল পাটোয়ারী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
এমদাদুল হক মিলন বলেন, আজম খানের কার্যক্রমে সন্তুষ্ট হয়েই তাকে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছেন দেশনায়ক তারেক রহমান। আর একই সাথে তাকে চাঁদপুর সদর ও হাইমচরবাসীর সেবায় কাজ করতেও পাঠিয়েছেন। বিগত সরকার আজম খানকে দেশে আসতে না দিলেও তিনি বিদেশে অবস্থান করেই দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে সবার মন জয় করেন। আর এখন দেশে আসার সুযোগ পেয়েই তিনি জনদরদিমূলক সমাজসেবা কাজ ও দলীয় নির্দেশনা বাস্তবায়নে মনোনিবেশ করেছেন।
তিনি আরও বলেন, আজম খান চায় এই চাঁদপুর-৩ আসনে ভালো কিছু করতে।দল যদি তাকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয় তাহলে আমরা সে সিদ্ধান্তকে মেনে নিয়েই কাজ করে যাবো। আমি সবাইকে বলবো ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে কাজ করে যাওয়ার।
এতে শাহমাহমুদ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনির সভাপতিত্বে চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুকুমার রায়, সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, যুবনেতা ইমাম হোসেন বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও মুনাজাত শেষে ইফতারে অংশ নেন।