নিজস্ব প্রতিবেদকঃ পেকুয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ ইট-ভাটায় স্কেভেটর দিয়ে মাটি কাটায় দুপক্ষের মধ্যে চরম উত্তজনা সহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখাদিয়েছে।
জানাযায়,২৩ অক্টোবর বিকাল ৪ টার দিকে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালীর “ইলাহী ব্রিকস ” নামের একটি ইটভাটার মালিকানা বিররোধে আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইটভাটায় আওয়ামী লীগ নেতা সেলিমের নেতৃত্বে স্কেভেটর দিয়ে মাটি কাটার অভিযোগ পাওয়াগেছে।
স্থানীয় মোজাম্মেল গং রাজাখালীর আবু তাহের সহ যৌথ মালিকানার ‘ইলাহী ব্রিকস’ নামে একটি ইটের ভাটা স্থাপন করে দুই বছর সুষ্টভাবে উৎপাদনের পর অংশীদার আবু তাহেরের সাথে বিরোধ সৃষ্টি হলে আবু তাহের তৃতীয় একটি পক্ষকের সাথে আতাত করে ইটর ভাটার জমি হস্তান্তর করে দেয়। ইটভাটার ভুমির মালিকানা হারিয়ে ইটভাটাটি বন্ধ হয়ে গেলে ব্যাবসার স্বার্থে মোজাম্মেল গং ভুমির মালিকানা ফিরেপেতে মোজাম্মেল গং এর ওয়াসিম চৌধুরী বাদী হয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত কক্সবাজারে মোহাম্মদীয়া আইনে একটি হকসহি মামলা নং ৩১৮/২০১২ দায়ের করলে উচ্চ আদালতে দুই পক্ষের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমি বিক্রি না করা ও ভোগ দখলের ওপর নিষেধাজ্ঞা দেন।
১০ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করেন। ৩ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য্য আছে।
মোজাম্মেল গং বলেন, চলমান একটি নিষেধাজ্ঞা আমান্য করে দফায় দফায় জবর দখল চেষ্টা করায় নিরাপত্তাহীনতায় ভোগছেন।