নিজস্ব প্রতিবেদক কক্সবাজারঃ কক্সবাজার জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গত ২৭ ও ২৮ আগস্ট স্কুলের ছাত্র-ছাত্রীরা লাগাতার আন্দোলন শুরু করে। আন্দোলনের প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয়। তবে, পদত্যাগের ঘটনায় গত ০২ সেপ্টেম্বর পদত্যাগকৃত প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের নির্দেশে বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় (২ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মো.জুলকারনাইন জিলু ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছেন।
এই হামলার ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। হামলার কারণে ছাত্র-ছাত্রীদের মাঝে মানসিক আঘাত বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
অভিযোগের ভিত্তিতে, লিগ্যাল নোটিশ প্রাপককে তিন দিনের মধ্যে এই হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, সাধারণ ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ বিজ্ঞ আদালতের আশ্রয় নেওয়ার হুমকি দিয়েছেন।
বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অভিভাবক ও সাধারণ জনগণ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।