• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

আন্দোলনে নিহত ওয়াসিমের পরিবারের পাশে বিএনপি নেতা সালাহউদ্দিন

পেকুয়া প্রতিনিধিঃ / ১৫৩ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

পেকুয়া প্রতিনিধিঃ গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ওয়াসিমদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, তাদের চেতনা ধারণ করেই প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের পেকুয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘শহীদ আবু সাঈদ-ওয়াসিমদের মৃত্যু অর্থবহ। জাতির মুক্তির সংগ্রামে যারাই শহীদ হয়েছেন নতুন বাংলাদেশ জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকৃত গণতান্ত্রিক, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই হবে শহীদদের প্রতি ঋণ পরিশোধের একমাত্র উপায়’।

এর আগে সকাল ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় ওয়াসিম আকরামের বাড়িতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি শহীদ ওয়াসিমের বাবা-মা ও ভাই বোনদের সাথে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd