জাকির হোসেন (টুটুল), তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব-২০২৪ উপলক্ষে শান্তি, শৃংঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে রাজশাহী জেলার তানোর উপজেলায় (৮-অক্টোবর) অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গাপূজায় ৪৭টি মন্দিরে দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে আজ রবিবার (২৯- সেপ্টেম্বর) সকাল ১০-৩০ মিনিটে তানোর উপজেলা চত্বরে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য কে সামনে রেখে তানোর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে তানোর উপজেলা পরিষদ চত্ত্বরে মাঠে প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওই বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন মিঃ এলিন চাকমা (সহকারী জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাজশাহী)।
আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোস্তাকিমা বেগম। তানোর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মিজানুর রহমান।
তানোর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা, শাবনাজ মোস্তারী দ্বীপা ও তানোর উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার রাকিবুল ইসলাম রাকিবসহ, বিভিন্ন ইউনিয় কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
আগামী ৮-অক্টোবর অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গাপূজায় ৪৭টি মন্দিরে দায়িত্ব পালনের জন্য মোট ৬০০ জন আনসার ও ভিডিপি সদস্য/ সদস্যাদের মাঝ থেকে ৩৬৯ জনকে দায়িত্ব পালনের জন্য বাছাই করা হয়।