• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

ইজারা বাতিল করে সরকারি নিয়ন্ত্রণে ঘাট পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন

সাম্প্রতিক খবর ডেস্কঃ / ১৫৭ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

কুতুবদিয়া-মগনামা পারাপারসহ ঘাটের ইজারা বাতিল করে সরকারি ভাবে পরিচালনার জন্য সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে ঘাট সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করে কুতুবদিয়া ছাত্র-জনতা।

সেখানে ছাত্র প্রতিনিধি, কুতুবদিয়ার বিশিষ্ট নাগরিকসহ কুতুবদিয়া সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

সম্মেলনের শুরুতে ছাত্র প্রতিনিধিগণ ঘাট সংস্কার আন্দোলনের বিভিন্ন বিষয় এবং তাদের লিখিত বক্তব্য তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্র প্রতিনিধি বিশিষ্ট নাগরিকগণ।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুতুবদিয়া সমিতি চট্টগ্রামের সভাপতি ডা. ফজলুল হক বলেন, নৌপরিবহন মন্ত্রনালয়ের আইন মোতাবেক ঘাট পরিচালনা করা হোক। তিনি ঘাটের বিষয়ে বিভিন্ন অনিয়মেরর কথা তুলে ধরেন বিভিন্ন সরকারি দপ্তর থেকে বিছিন্ন বিছিন্ন ভাবে ঘাট পরিচালনা না করে সরাসরি মন্ত্রনালয়ের মাধ্যমে ঘাট পরিচালনা করা হোক।

বিশিষ্ট নাগরিক মনিরুল মান্নান জানান- নৌ পারাপারের সময় নৌকায় যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়না। যার দরুন যাত্রীবাহী নৌকায় ঘটতে পারে চরম দূর্ঘটনা।

ছাত্র প্রতিনিধিরা বলেন- ডিসি অফিসে সমস্যা সমাধান না হলে আমরা মন্ত্রণালয় বরাবর যাব। প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাব। অতিসত্বর এ দাবি বাস্তবায়ন করা না হলে কুতুবদিয়ার সর্বস্তরের জনগণকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয় আবারও ঘেরাও সহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু, কুতুব শরীফ দরবারের মহাসচিব মোঃ শরীফ, উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আকবর খান প্রমুখ। – টিটিএন ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd