সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট দেওয়ার অভিযোগে নগরের কোতোয়ালী থানার হাজারি গলি এলাকায় বিক্ষোভ হচ্ছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টার পরপরই সনাতন ধর্মাবলম্বীদের একাংশ ওই পোস্টের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন, যা এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছে বলে জানা গেছে।
সশ্লিষ্টরা জানান, কিছুদিন আগে একজন ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইলে একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ছিল। ফটোকার্ড সম্বলিত সেই পোস্ট নিজের প্রোফাইলে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের একটি দোকানের মালিক।
হাজারি গলির স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল হতেই ওই ফেসবুক পোস্টের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। একপর্যায়ে ওই দোকানটি ভাঙচুর করেন তারা। একইসাথে পোস্টকারী যুবককে তারা অবরুদ্ধ করে রেখেছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইসকন নিয়ে একটি ফেসবুক পোস্টের প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করছেন। পোস্টকারী এক দোকান কর্মচারীকে তারা অবরুদ্ধ করে রাখেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করেছে।’
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এখনো ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং হিন্দু ধর্মাবলম্বীরা ওই যুবকের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।