প্রেস বিজ্ঞপ্তিঃ অপসংস্কৃতি প্রতিরোধে সুস্থ সংস্কৃতি বিকাশে প্রতিষ্ঠিত “বাংলার মাটি সাংস্কৃতিক ফোরাম” জিয়াউদ্দিন আল আজাদকে প্রধান পরিচালক ও বিশিষ্ট লেখক ইউনুছ আহমেদকে নির্বাহী পরিচালক করে সাংস্কৃতিক সংগঠন- বাংলার মাটি ২০২৪-২৫ সেশনের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (৪ অক্টোবর) শাহমিরপুর, কর্ণফুলী চট্টগ্রাম বাংলার মাটি প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কমিটি ঘোষানা করা হয়।
মো. ইউনুছ আহমেদ এর সঞ্চালনায়- জিয়া উদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপসস্থিত ছিলেন বাংলার মাটি সাংস্কৃতিক ফোরামের সহকারী পরিচালক আব্দুল আজিজ ফয়সাল, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন (বাংলার মাটি সাংস্কৃতিক ফোরাম কক্সবাজার জেলার পরিচালক) ক্বারী সালাউদ্দিন।
বক্তরা বক্তব্যের মাঝে বাংলার মাটি সাংস্কৃতিক ফোরামের কয়েকটি কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ করেন- ১. আগামী ১লা নভেম্বর ২৪ইং পূর্বের ধারাবাহিকতায় সাপ্তাহিক ক্লাস উদ্ভোধন। ২. সাবেক বর্তমান স্থায়ী সদস্যদের মাসিক সুনির্দিষ্ট মাসিক এয়ানত ও সঞ্চয় নির্ধরণ। ৩. পরিচালনা পরিষদের সুনির্দিষ্ট মাসিক বৈঠক ও শবগুজারি।
কমিটির অন্যরা হলেন, আব্দুল আজিজ ফয়সাল সহকারী পরিচালক, ওবাইদুল্লাহ আল ফজল সহকারী পরিচালক, ফয়সাল মাহমুদ যুগ্ম নির্বাচন পরিচালক, কারী সালা উদ্দিন সাংগঠনিক সম্পাদক, শাকের উল্লাহ সহ সাংগঠনিক সম্পাদক, জাবের আজিজ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আব্দুল হান্নান জুলফিকার সংগীত সম্পাদক, এইচ এম ওমর ফারুক সহ-সংগীত সম্পাদক, বোরহান উদ্দিন অর্থ ও দপ্তরসম্পাদক, মঈনুল ইসলাম সহ অর্থ ও দপ্তরসম্পাদক, হাঃ জসিম উদ্দিন আবৃত্তি, উপস্থাপনা সম্পাদক, হাঃ ইমতিয়াজ আলী প্রচার সম্পাদক, জয়নাল আবেদীন চৌধুরী অফিস/স্টুডিও পরিচালক।
পরিচালনা পরিষদে সদস্য নির্বাচিত হয়েছেন- সিফাত উল্লাহ, হাঃ দেলোয়ার হোসাইন , নুরুল আমিন, মোস্তাফিজুর রহমান।
২০১২ সালে প্রখ্যাত ইসলামি সঙ্গীত শিল্পী জিয়া উদ্দিন আল-আজাদ এর হাত ধরে প্রতিষ্ঠিত হয় “বাংলার মাটি সাংস্কৃতিক ফোরাম” সংগঠন । সংগঠনটি দেশব্যাপী ইসলামি সংস্কৃতি ও সঙ্গীত ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।