কক্সবাজারের উখিয়া থানাধীন ১৫নং রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে একজন অস্ত্রধারী আরসা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে র্যাব-১৫, ৮ ও ১৪ এপিবিএন এবং বিজিবি’র সমন্বিত দল অংশ নেয়।
সোমবার (৭ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী, সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) বিষয়টি নিশ্চিত করেছেন
যৌথবাহিনীর পক্ষ থেকে র্যাব জানায়, গতকাল ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী এলাকায় ক্যাম্প-১৫ এর এ/৬ ব্লকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পেটান আলী (৪২) নামে একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পেটান আলী ক্যাম্প-১৪ এর বাসিন্দা এবং আরসা সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান (এলজি) এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পেটান আলী ক্যাম্প-১৪ এর হাকিমপাড়া ব্লক-ই/৩ এর বাসিন্দা আলী মিয়ার ছেলে। গ্রেফতারের সময় তিনি ক্যাম্প-১৫ এর এ/৬ ব্লকে অবস্থান করছিলেন এবং যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করেন। তবে বাহিনী তাকে ধরে ফেলতে সক্ষম হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পেটান আলী উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন এবং এগুলো ব্যবহার করে তিনি ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।