মো. সাইফুল ইসলাম- পেকুয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম। প্রধান মেহমান হিসেবে উপস্থিতি ছিলেন, কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টুসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায় শিক্ষার্থীদের পক্ষ মানপত্র পাঠ করেন সুমি আকতার ও নবম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা আরশি। বিদায়ী শিক্ষার্থীরা মানপত্র পাঠ করার সময় বিদ্যালয়ের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। পরিশেষে তারা শিক্ষক এবং আগত মেহমানদের নিকট দোয়া প্রার্থনা করেন।
এদিকে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।