চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে চোট কাটিয়ে রিয়ালের একাদশে ফিরেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাবের খেলায় নামলেও জাতীয় দল থেকে ডাক আসেনি ফরাসি তারকার। আগামী দুই ম্যাচের স্কোয়াডে না রেখে তাকে বিশ্রাম দিয়েছে ফরাসি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) নেশন্স লিগের পরবর্তী দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স। ইনজুরি কাটিয়ে কেবলই মাঠে ফেরা এমবাপ্পেকে এই দুই ম্যাচের স্কোয়াডে রাখেনি দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আলাভেসের বিপক্ষে চোট পাওয়ার পর ধারণা করা হচ্ছিলো, মাঠে ফিরতে তিন সপ্তাহ সময় লাগবে এমবাপ্পের। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই ফিরেছেন তারকা ফুটবলার। এক সপ্তাহের ব্যবধানে মাঠে ফিরেথ খেলেছেন লিলের বিপক্ষে। ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম চাইলে এই দুই ম্যাচেও রাখতে পারতেন তাকে।
তবে দলের সেরা তারকাকে বিশ্রাম দিতেই মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দেশম। এ বিষয়ে দেশম বলেন, ‘আমি এমবাপ্পের সাথে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছিলাম। বুধবার বদলি খেলোয়াড় হিসেবে নামলেও তার বিষয়টা এখনও পরিস্কার নয়। শনিবার তার আরও একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচ খেলতে পারবে কিনা প্রশ্ন আছে।’
ইনজুরির পর বুধবার (২ অক্টোবর) লিলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে মাঠে নামানো হয়েছে এমবাপ্পেকে। ম্যাচে ৩৫ মিনিট খেলানো হয় ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। তবে দলকে জেতাতে পারেননি। লিলের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল।
এমবাপ্পের পরিবর্তে ফ্রান্সের স্কোয়াডে আনা হয়েছে ক্রিস্টফার এনকুনকুকে। ১৫ মাস পর দলে ফিরেছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালের জুনে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এছাড়া ওয়েসলি ফোপানাও ফিরছেন স্কোয়াডে। আগামী ১১ অক্টোবর হাঙ্গেরির বুদাপেস্টে ইসরাইলের মুখোমুখি হবে ফ্রান্স। ১৫ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে তাদের ম্যাচ ব্রাসেলসে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এবারের নেশন্স লিগে দ্বিতীয় অবস্থানে আছে ফ্রান্স। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। ফরাসিদের সমান ৩ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। দুই ম্যাচে জয় না পাওয়া ইসরাইল আছে সবার নিচে। – নিউজনাউ২৪