মো. সাইফুল ইসলাম, পেকুয়া- রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজাখালী ইউনিয়ন শাখার সভাপতি আবু জাফরকে সভাপতি ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এডহক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।
চার সদস্যের এডহক কমিটির অপর দুই সদস্য হলেন, শিক্ষক প্রতিনিধি ছোটন কান্তি সুশীল, অভিভাবক প্রতিনিধি হোছনে আরা রাখি।
চিঠিতে বলা হয়, সরকারের পূর্বানুমোদনক্রমে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক প্রণীত (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর প্রবিধান ৬৪ অনুসারে রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিম্ন বর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হল।
এডহক কমিটিতে ২৪ এ বর্ণিত প্রবিধি ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসরণপূর্বক কার্য সম্পাদন করতে হবে। এডহক কমিটি গঠনের ০৬ (ছয়) মাসের মধ্যে বর্ণিত প্রবিধানমালার বিধান অনুসারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভনিং বডি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, প্রবিধান ৬৫ (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে,তবে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং শিম/শাঃ ১১/১০-১১/২০০৯/১৭১ মূলে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।