কক্সবাজারের পেকুয়া মগনামা ইউনিয়নের এসডিএফ পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুচ ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান উদ্ভোদনে এসডিএফ পাবলিক স্কুলের সভাপতি এরশাদুল হক চৌধুরীর সার্বিক তত্ববধানে অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ চৌধুরী, ফটিকছড়ি দক্ষিণ নিচিন্তাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মগনামা এসডিএফ পাবলিক স্কুলের উপদেষ্টা পরিষদের সদস্য মাস্টার জসিম উদ্দিন, সাবেক সহকারী শিক্ষক মগনামা উচ্চ বিদ্যালয় নুরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা ৫নং মগনামা ইউনিয়ন পরিষদ আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি মগনামা এসডিএফ পাবলিক স্কুল রিয়াজুল করিম চৌধুরী ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ প্রমুখ।
বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধ, পল্লীগীতি, রবিন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গাণ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।