• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

কক্সবাজার থেকে আসা ইয়াবাসহ চার ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধিঃ / ৩১ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজার থেকে রাজধানীতে আসা চার হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি-লালবাগ বিভাগ।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে মতিঝিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি বলছে, মতিঝিলের আরামবাগের ইনার সার্কুলার রোডের লন্ডন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম ওরফে রুবেল ওরফে ফরিদ (৪০), সাদ্দাম হোসেন (৩৩), রাহিদুল ইসলাম হৃদয় (৩১) ও সঞ্জয় চন্দ্র দাশ ওরফে সমীর দাশ (৩৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ও সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম এ অভিযান চালায়।

বিজ্ঞপ্তি বলছে, শনিবার সকালে জানা যায়, কক্সবাজার থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশে ঢাকায় আসছে, এ সংবাদের ভিত্তিতে ডিবি ঘটনাস্থলে যায়। আরামবাগের লন্ডন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা তাদের কাছে থাকা ইয়াবার কথা স্বীকার করে। গোয়েন্দা পুলিশ তাদের থেকে ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢাকা এনে বিক্রি করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd