• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

কিছু দালাল রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করছে’

কক্সবাজার প্রতিনিধিঃ / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের ভয় না পেতে অনুরোধ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়ন্ত্রণে রয়েছে। তবে কিছু দালাল রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করছে বলে দাবি করেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, নতুন করে যারা অনুপ্রবেশ করেছে তাদের রেজিস্ট্রেশন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কারণ তাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার বিষয়ে নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সীমানা ঘেঁষা মিয়ানমারের আরাকান রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণ নেওয়ায় দেশটির বিপ্লবী গোষ্ঠী আরাকান আর্মির পাশাপাশি সরকার যেহেতু এখনো জান্তা, তাই দু’পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে বাংলাদেশ।
মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই এলাকা মাদকের জন্য কুখ্যাত। মাদকের জন্য সাবেক এমপি বদিকে পুরো বাংলাদেশ চেনে। এই এলাকায় মাদকের সমস্যা দীর্ঘদিনের। সব অপকর্মের মূলই মাদক। এটা একা আইনশৃঙ্খলা বাহিনী নির্মূল করতে পারবে না। এতে সবার সহযোগিতা এবং সম্পৃক্ততা দরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরের দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে টেকনাফ পৌঁছান। পরে বিজিবির-২ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর টেকনাফের কয়েকটি সীমান্ত পয়েন্ট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান ছিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd