আজ, সোমবার । ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ । ১৩ই রজব, ১৪৪৬ হিজরি
কুতুবদিয়ায় মা-মেয়ে হত্যাকান্ডে জড়িত সন্দেহে স্বামী সহ গ্রেপ্তার ৩
কুতুবদিয়া প্রতিনিধিঃ কুতুবদিয়ায় মা-মেয়ে হত্যাকান্ডের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাতে নিহত রুনা আক্তারের বড় ভাই সিরাজদৌল্লাহ বাদী হয়ে রুনার স্বামী নুরুল আবছার নুরু সওদাগরের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে থানায় মামলা করেন।
গত শুক্রবার জুমার সময় হত্যা পর থেকেই স্বামী নুরুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে রাখা হয়। হত্যাকান্ডের স্থান থেকে ৪টি মোবাইল সেটের মধ্যে ৩টি স্থানীয় শান্তিবাজার এলাকার আমির উদ্দিনের ছেলে মোশাররফের কাছ থেকে উদ্ধার করা হয় এবং অপর মোবাইলটি তাবালেরচর গ্রামের আব্বাছ উদ্দিনের ছেলে সাকিব হাসান রানার কাছে পাওয়া যায়।
এর সূত্র ধরেই তাদের আটক দেখিয়ে রবিবার আদালতে হাজির করা হয়। এসময় প্রধান আসামী নুরুল আবছারকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরমান হোসেন বলেন, শান্তিবাজারে মা-মেয়ে হত্যাকান্ডের ঘটনায় বিভিন্ন আলামত ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে নুরুল আবছার। অপর ২ আসামীর কাছে থেকে ওই পরিবারের ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক প্রতিয়মান হওয়ায় তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া স্থানীয়দের কাছে বিভিন্ন তথ্য জানারও চেষ্টা করছেন বলে জানান তিনি।
কপিরাইট © ২০২৫ দৈনিক সাম্প্রতিক খবর এর সকল স্বত্ব সংরক্ষিত।