• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা: খাগড়াছড়িতে ফের ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিনিধিঃ / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে। ঘটনার পর পাহাড়ি ও বাঙালির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে জেলা সদরে ১৪৪ধারা জারি করা হয়েছে।

নিহত শিক্ষক প্রতিষ্ঠানটির বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চীফ ইনস্ট্রাক্টর ছিলেন। ভুক্তভোগী একই প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

এদিকে ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে বিক্ষোভ করতে থাকে। এসময় অভিযুক্তকে অধ্যক্ষের রুমে অবরুদ্ধ করে রাখা হয়। অপর এক ভিডিওতে দেখা যায় অধ্যক্ষের রুমে ১০/১৫জন পাহাড়ি যুবক অভিযুক্ত শিক্ষক সোহেল রানাকে এলোপাতাড়ি মারতে থাকেন। পরে পুলিশ তাকে উদ্ধার করা খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, হাসপাতালে আনার আগে ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

তবে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ঘটনায় নিজে আহত জানিয়ে ফোন রেখে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd