গত ৯ জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজারের সীগাল সংলগ্ন বীচের পাশে গুলি করে হত্যা করা হয় খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। এ ঘটনায় ৩ জন গ্রেফতার হয়। এতে ঋতু নামে এক যুবতিকেও গ্রেফতার হয়। যাকে বলা হচ্ছে হত্যাকান্ডের মাস্টার মাইন্ডের অন্যতম এই নারী।
কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে এক নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান।
এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।
হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শফিক বলেন, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী টিপুসহ তিনজন মিলে হোটেল আসেন। পরে তিনি হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট ৭০০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন। ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রব্বানী এবং অপর কক্ষে দুইজন অবস্থান করছিলেন।
সন্ধ্যার পর গোলাম রব্বানী টিপু হোটেল থেকে বের হয়ে আর ফিরেননি বলে জানান তিনি।
এদিকে এই ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী হত্যাকারিদের আটক করতে প্রাণপণ চেষ্টা করে। অবশেষে পুলিশ ঋতু নামের এই নারীসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হন।