• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

খেলাফত মজলিসে যোগ দিয়েছেন সুনামগঞ্জের সাবেক এমপি 

আহম্মদ কবির সুনামগঞ্জ  / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি।

গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে যোগদান করেন শাহীনুর পাশা।

এসময় দলের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্ল্যাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসাসহ দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন শাহীনুর পাশা চৌধুরী।

টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত ছিলেন শাহীনুর পাশা। গেল  ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যান। পরে ২০০৫ সালের এপ্রিল মাসে আবদুস সামাদ মারা গেলে উপনির্বাচনে ফের জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন শাহীনুর পাশা।

বিগত সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে হঠাৎ করে দেখা করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপর থেকে শাহীনুর পাশাকে নিয়ে ইসলামিক রাজনৈতিক দলগুলোর ভেতর-বাইরে শুরু হয় তোলপাড়। ফলে শাহীনুর পাশার সহ-সভাপতি পদ স্থগিত করে জমিয়ত কমিটি।

সর্বশেষ বিগত নির্বাচনে তৃণমূল বিএনপি’র প্রার্থী হয়ে সুনামগঞ্জ-৩ আসন থেকে এমপি পদে লড়াই করে আওয়ামী লীগ প্রার্থী এমএ মান্নানের কাছে বিশাল ব্যবধানে হেরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd