• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তানোরে হিমাগারে ভাড়া দ্বীগুন বৃদ্ধির করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল রোটারি ক্লাব অফ আধুনিক চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ বাগমারাতে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুণ্য খনন ও স্মরনীয় করতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত পটিয়ায় কলিমউদ্দিন এর উদ্যাগে খাজা মঈনুদ্দিন চিশতি (র:) ওরশ সম্পন্ন পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ নাইক্ষ্যংছড়ি সীমান্তের একটা উপজেলা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা করলে হবে না, সুজা উদ্দিন কর্ণফুলীতে বাবার সাথে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু  দ্য টাইমসের প্রতিবেদন: যুক্তরাজ্য সরকার মন্ত্রী হিসেবে টিউলিপের ‘বিকল্প বিবেচনা’ করছে কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর হত্যার ঘটনায় মামলা বসুন্ধরার অনুষ্ঠানে গিয়ে সমালোচনার মুখে শফিক রেহমান

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পেকুয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ / ১৪ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহীদ ও আহতদের স্মরণে স্মৃতি চারণ করে বক্তব্য দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেকুয়া উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি নুরুজ্জামান মঞ্জু, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, গণমাধ্যম কর্মী আব্দুল্লাহ আনচারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়া প্রতিনিধি মাশরাফি ছরওয়ার হিরন।

বক্তারা বলেন, কোটা সংস্কার দাবী আদায়ে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার মধ্যদিয়ে পুরো জাতিকে সংস্কারের সুযোগ করে দিয়েছে। জুলাই-আগষ্টের বিপ্লবের মাধ্যমে যদি দেশটিকে সংস্কার করতে পারে, সেই দিন আন্দোলনের সফলতা বয়ে আনবে। বর্তমান সরকার সুখি সমৃদ্ধি ও বৈষম্যহীন দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাবে। জাতির এই প্রত্যাশা পূরণে সরকারকে সহযোগিতার আহবান জানান বক্তারা।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামে নিহত দেশের দ্বিতীয় শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ওয়াসিম নামে পেকুয়া চৌমুহনী কলেজ গেটে শহীদ ওয়াসিম চত্বর নামকরণ, পাঠাগার স্থাপন, শহীদ পরিবারের সদস্যদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার আহবান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়া প্রতিনিধি মাশরাফি ছরওয়ার হিরন।

এসময় উপস্থিত ছিলেন এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবুল আকতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা অনিল কান্তি, শহীদ জিয়াউর রহমান বিএম আই কলেজের অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রাং, যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা জাকের হোসেন, পেকুয়া ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নুরুল হক সিকদার, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সালাহউদ্দিন, আনসার ভিডিপির উপজেলা কর্মকর্তা সাইফুন নাহার, তথ্যসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পারভীন আক্তার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ, পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা দিদা, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল, বারবাকিয়া ইউপি সদস্য মোহাম্মদ ইউনুচ, মগনামা ইউপি সচিব আব্দু রাজ্জাক, উজানটিয়ার সচিব মোহাম্মদ তৈয়ব, টইটং ইউপি সচিব আব্দুল আলিম, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, ওয়াসিমের বাবা শফিউল আলম, মা জোসনা বেগম ও বড়ভাই আরশেদ আলী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম বদিউল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd