পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ পটিয়ায় নাতে রাসূল সন্ধ্যা ও সংস্কৃতিক অনুষ্ঠানে নাতে রাসূলের সুরের মুর্চনায় মাতালেন শিল্পীরা। মাহে রবিউল আউয়াল উপলক্ষে গার্ডিয়ান কালচারাল একাডেমি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে শুক্রবার সন্ধ্যা থেকে পটিয়ার হল টুডে কনভেনশন হলে শত শত দর্শক উপস্থিতিতে নাতে রাসূল (স.) ও অভিনয় শিল্পীদের নানা পরিবেশনায় মাতিয়ে তোলেন বিভিন্ন শিল্পিরা।
‘মুখে তোমারি নাম, বুকে তোমারি আগুন। ইয়া নবী পেয়ারি নবী সাল্লি আলা মোহাম্মদ ইয়া নবী মোস্তফা।’ ‘খোদারী নাম নিয়ে দিলাম আমি তওবাহে।’ ‘ এলো কে কাবার ঘরে আধাঁর চিরে চিনিস না রে কে, ও কে ও মা আমিনার কোল জুড়ে সহ মোহাম্মদ (স.) শানে বিভিন্ন নাতে মোস্তফায় মুখরিত করে তোলে অনুষ্ঠানে আগত দর্শক তাদের।
এর আগে গার্ডিয়ান কালচারাল একাডেমির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে নাতে রাসূল সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন গার্ডিয়ান কালচারাল একাডেমি চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্ঠা আনোয়ারুল আলম চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন গার্ডিয়ান কালচারাল একাডেমির সভাপতি এডভোকেট আবু নাসের, শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সেক্রেটারী উপাধ্যক্ষ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে নাতে রাসূল ও বিভিন্ন অভিনয় পরিবেশন করেন পাঞ্জেরি শিল্পী গোষ্ঠী, গার্ডিয়ান কালচারাল একাডেমি, প্রতিধ্বনি শিল্পী গোষ্ঠী, সুরতরী শিল্পী গোষ্ঠী, সুর তরঙ্গ শিল্পী গোষ্ঠী ও স্থানীয় শিল্পীগোষ্ঠী সমূহ।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সুস্থধারার সাংস্কৃতি চর্চা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অসুস্থ ও বিজাতীয় এবং আকাশ সংস্কৃতির কালো থাবায় আমাদের আগামী প্রজম্ম ধবংস হয়ে যাচ্ছে। আগামী প্রজম্মের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে ও সুস্থ সংস্কৃতি বিকাশে এবং সুস্থ ধারার সাংস্কৃতিকে লালন করতে গার্ডিয়ান কালচার একাডেমি কাজ করে যাচ্ছে। এ কাজকে বিকশিত করতে সবারই সহযোগীতা একান্ত প্রয়োজন।