চাঁদপুর প্রতিনিধিঃ ঘাপটি মারা সুবিধাবাদী ও বর্ণচোরাদের জাতীয় পার্টি থেকে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. লতিফ শেখ। এতে দলেরই উপকার হয়।
শুক্রবার দুপুরে শহরের চেয়ারম্যান ঘাটস্থ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ করেছেন।
অ্যাড. লতিফ শেখ বলেন, কয়েকদিন আগে আমাদের মতলব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন জাতির কাছে ক্ষমা চেয়ে শতাধিক নেতাকর্মীসহ পদত্যাগ করেছেন মর্মে একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়। প্রকৃত সত্য হচ্ছে সে ছাড়া আর কেউই পদত্যাগ করেনি। তাছাড়া জাতির কাছে ক্ষমা চাওয়ার সে কে? আর এতো বছর পরে কেনো ক্ষমা চাইতে গেলেন? এটা আমাদের প্রশ্ন?
তিনি বলেন, দলে ঘাপটি মারা সুবিধাবাদী ও বর্ণচোরাদের জাতীয় পার্টি থেকে বের হওয়ার অনুরোধ জানাচ্ছি। একই সাথে মতলব দক্ষিণ উপজেলার পূর্বের কমিটি বিলুপ্ত করে আমরা নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছি। আমাদের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটিটি হচ্ছে ৩১ সদস্যের। তাতে আহ্বায়ক হচ্ছেন এসএম সেলিম সরকার এবং সদস্য সচিব হচ্ছেন আবদুল বাতেন মিয়াজী। যারা আগামী ৩ মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা সম্মেলন করার শর্তে কমিটি অনুমোদন পেয়েছেন।
এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ এমরান হোসেন মিয়া বলেন, এটি একটি পুরাতন রাজনৈতক দল। এই দলের অনেক কীর্তিই সারাদেশের মতো চাঁদপুরেও পল্লীবন্ধু এরাশদ সাহেব রেখে গেছেন। তাই এখানে কে আসলো কে গেলো এতে সংগঠনের কোন ক্ষতি হওয়ার সুযোগ নেই। কেননা জাতীয় পার্টির জন্য আমাদের দলের চেয়ারম্যান জি এম কাদের ছাড়া আর কেউই অপরিহার্য নয়। কাজেই সবাই মিলেমিশে কাজ করলেই আমাদের সাংগঠনিক লক্ষ্যে পৌছাতে পারবো বলে বিশ্বাস করি।
এসময় চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী,সদরের সভাপতি জাকির হোসেন হিরু, মতলব উত্তর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজী, সহসভাপতি আব্দুল করিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,যুব সংহতির সদস্য সচিব জহিরুল ইসলাম,ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ সেলিম মোল্লা, মতলব দক্ষিণ জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল বাতেন মিয়াজী, যুগ্ম আহ্বায়ক সার্জেন কাদের,সদস্য মনির হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি নান্নু ভূইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।