মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি- কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি বাজারে আগুন লেগে আলীফ হার্ডওয়্যার নামক দোকান ভস্মীভূত হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ব্যবসায়ীর অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিয়াজ উদ্দিন জানান, দোকান বন্ধ করে প্রতিদিনের মতো আমি রাতে বাড়িতে চলে যাই। কিন্তু, রাত দেড়টার দিকে খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে এসে দেখি আমার দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এসময় তিনি কান্না জড়িত কন্ঠে আরো বলেন, এখন আমার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। এঘটনায় বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন দোকানের ভিতরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। কারণ, দোকানের ভিতরে আগুন লাগায় দরজা বন্ধ থাকায় কেউ ভিতরে প্রবেশ করতে পারেনি। পরে, চকরিয়া ফায়ার সার্ভিসের দল এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের ভিতরে রক্ষিত সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ বিষয়ে হাঁসেরদীঘি বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল মো. নয়ন বলেন, অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে আমিও বাড়িতে চলে যাই। হটাৎ রাত দেড়টার দিকে খবর পাই রিয়াজের দোকানে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি দোকানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তার দোকান থেকে কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। রিয়াজ উদ্দিন বাজার ব্যবসায়ী হিসেবে আমরা বাজার সমিতি তার পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করবো এবং বাজার ব্যবসায়ীরা মিলে তাকে কিছু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো।
এদিকে এ ঘটনার খবর পেয়ে পরদিন দুপুর ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ফাঁসিয়াখালীর চেয়ারম্যানপ্রার্থী কুতুব উদ্দিন। এসময় তিনি ওই ব্যবসায়ীর হাতে কিছু নগদ অর্থও প্রদান করেন।
চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।