কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলের চকরিয়া স্টেশন মাস্টার ফরহাদ বিন জাফর চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেন পূর্ব বড় ভেওলা এলাকায় পৌঁছালে রেললাইন ধরে হাঁটতে থাকা আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃ'ত্যু হয়।
ফরহাদ বিন আরও বলেন, “তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রাও তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।”
ঘটনাটি রেল পুলিশ ও চকরিয়া থানাকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিকাল সোয়া ৪টা পর্যন্ত নিহতের মরদেহ ঘটনাস্থলে ছিল বলেও জানান তিনি।