মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের উপর হামলাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ফিল্মি স্টাইলে নিজ এলাকা বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটাস্থ হাফালিয়াকাটা গ্রামে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আবুল বশর প্রকাশ লালু ডাকাত, আহমদ হোসন ডাকাত ও মাদককারবারী ইসমাইল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪মার্চ) মধ্যরাতে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটাস্থ হাফালিয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে তারা ৩জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃত ২ ডাকাত ও এক মাদককারবারীদের মধ্যে- আবুল বাশার প্রকাশ লালু ডাকাত ও আহমদ হোসেন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। স্থানীয়রা জানান, লালু ডাকাত ও আহমদ ডাকাতের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা থাকলেও বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াতেন। এলাকাবাসীও তাদের ভয়ে আতঙ্কে ছিল। অবশেষে তারা পুলিশের জালে ধরা পড়ায় এলাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলছে। হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ও ওসি তদন্ত ইয়াছিনের নেতৃত্বে আমি সহ হারবাং ফাঁড়ি পুলিশের এএসআই সোলায়মান খানের সহযোগিতায় তারা ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের মধ্যে আবুল বাশার প্রকাশ লালু ডাকাত ছিলো আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার নেতৃত্বে সড়ক মহাসড়ক ও গ্রামগঞ্জের বাসাবাড়িতে ডাকাতি করে বেড়ান আহমদ হোসেন সহ তাদের একটি ডাকাত সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে। সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারা ৩ জনকে গ্রেপ্তার করা হয়।