বন্য হাতির আক্রমণে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ হোসেন (৬৬)। গতকাল সোমবার রাত ৯টার দিকে ফাঁসিয়াখালীর জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার হয়।
মোহাম্মদ হোসেন ফাঁসিয়াখালীর ছড়ারকূল এলাকার বাসিন্দা। ফাঁসিয়াখালী বন বিভাগ ও স্থানীয় লোকজন বলেন, মোহাম্মদ হোসেন বনের পতিত জমিতে ঘাস চাষ করেন এবং লাকড়ি কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকালও তিনি বনের ভেতরে কাজ করতে যান। সন্ধ্যা পার হলেও ঘরে না ফেরায় তাঁকে খুঁজতে বের হন আত্মীয়স্বজনেরা। রাত ৯টার দিকে ছড়ারকূল জঙ্গলে তাঁর লাশ পাওয়া যায়।
ফাঁসিয়াখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত মোহাম্মদ হোসেনের শরীরে হাতির আক্রমণের চিহ্ন রয়েছে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে তিনি হাতির আক্রমণের শিকার হয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফাঁসিয়াখালীর বনে বর্তমানে আটটি হাতি অবস্থান করছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যা নামলেই এসব হাতি মানুষের ঘরবাড়ি ও ফসলের খেতে আক্রমণ করছে বলে অভিযোগ তাঁদের। (প্রথম আলো)