মোঃ কামাল উদ্দিন, চকরিয়া প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘূণিয়া পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মরহুম আলী আহমেদের ২য় পুত্র ফরিদুল আলম (প্রকাশ পুতু) (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খাবারের সন্ধানে ১টি বন্য হাতির পাল প্রতিদিন ওই এলাকায় কৃষকদের ফসলি জমিতে হানা দেয়। ঘটনার সময় কৃষক ফরিদুল আলম পুতু বন্য হাতির আক্রমণ থেকে তার লাউ ক্ষেত পাহারার উদ্দেশ্যে বাড়ি থেকে যাওয়ার পথিমধ্যে বন্য হাতির সামনে পড়ে যায়। সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার। হাতির পালের পায়ের আঘাতে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় তার। পরে, তার নিথর দেহ রেখে হাতির পাল ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এবিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, জীবন এবং মৃত্যুতে আল্লাহ ছাড়া কারো হাত নেই। রাত বেশি হওয়ায় সরেজমিন যাওয়া হয়নি। সকালে সরেজমিন গেলে বিস্তারিত জানা যাবে। যতটুকু সম্ভব বনবিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।