• সোমবার, ০৫ মে ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পেকুয়ায় রাতেই মাঠে গিয়ে ফসল লুট বন্ধ করল পুলিশ চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ, পরিবারের সাংবাদিক সম্মেলন চকরিয়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে মহাসড়কে চাঁদাবাজি, রেহাই পাচ্ছেনা বিএনপি নেতাও চকরিয়ার হারবাংয়ে চিহ্নিত দূর্বৃত্তের হামলায় গুরুতর আহত ১ যুবক চকরিয়ায় নজর কাড়ছে মিনি টার্ফ মাঠ;  কমছে অনলাইন জুয়ার আসক্তি ফেসবুকে ভুয়া আইডি খুলে জিয়া উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ স্ত্রীসহ কক্সবাজার সাবেক এমপি রফিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা মাতামুহুরী নদী থেকে ২ শিশুসহ তিনজনের লাশ উদ্ধার এবার ওষুধ আমদানির ওপর শিগগিরই শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল ‘শ্বশুর বাড়িতে ঈদ’

চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ, পরিবারের সাংবাদিক সম্মেলন

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড মৌলভীরকুম এলাকায় মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ করার জেরধরে ও পারিবারিক পূর্ব শত্রুতার আক্রোশে এক মাস পূর্বের একটা মিথ্যা ধর্ষণ ঘটনা সাজিয়ে মৌলভীরকুম বাজার পাড়ার সমাজপতি শাহাবুদ্দিন সওদাগর (৬৫) এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি মিথ্যা ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে কতিপয় মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন পোস্টালে ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সম্মানহানি ও  হয়রানি করার প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ ঘটনায় থানা পুলিশ ও প্রশাসনের কাছে সুবিচার কামনা করেছেন ভুক্তভোগী শাহাবুদ্দিন সওদাগরের পরিবার।

গতকাল রোববার ৪ মে বিকালে চকরিয়া পৌরশহরে সাংবাদিক সম্মেলনে সাজানো ধর্ষণ ঘটনা নিয়ে এলাকার মাদকসেবি ও কতিপয় স্বার্থানেষী মহলের নানামুখী ষড়যন্ত্রের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন  শাহাবুদ্দিন সওদাগরের স্ত্রী বুলবুল আক্তার, ভাইয়ের স্ত্রী শাহেনা বেগম, সেলিনা আক্তার, এ্যানি আক্তার ও দুই ছেলে মোহাম্মদ মহিউদ্দিন, সাদ্দাম হোসেন। এসময় পরিবারের আরও বেশকজন নারী পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।

শাহাবুদ্দিন সওদাগরের স্ত্রী বুলবুল আক্তার (৫৬) বলেন, আমার স্বামী একজন শাররীকভাবে অসুস্থ মানুষ। তিনি দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। সংসার জীবনে তিনি একবারে অক্ষম একজন মানুষ। দীর্ঘ সাতবছর ধরে তিনি সংসার জীবন করতে পারছেনা। সেখানে তিনি কীভাবে ধর্ষণের মতো ঘটনায় জড়িত হবে, তা আমার কাছে মোটেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তিনি বলেন, এলাকায় তিনি দীর্ঘ সময় ধরে সমাজপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কতিপয় মহল এতে বেশি ইর্ষাণিত। তাঁকে দায়িত্ব থেকে কীভাবে সরিয়ে দেওয়া যায়, সেই পরিকল্পনার অংশ হিসেবে পরিকল্পিত ভাবে ধর্ষণের মতো একটি সাজানো ঘটনায় তাঁকে জড়িয়ে মামলায় আসামি করা হয়েছে।

সাহাবুদ্দিন সওদাগরের ভাইয়ের স্ত্রী শাহেনা বেগম বলেন, আমার ভাসুর একজন ধার্মিক মানুষ। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে গিয়ে। ফজরের নামাজের পর তিনি প্রতিদিন কোরান তেলোয়াত করেন। তিনি একমাত্র ব্যক্তি আমাদের এলাকায় জামাতের সঙ্গে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তিনি এধরণের ঘটনায় কোনমতে জড়িত নন।

সাংবাদিক সম্মেলনে শাহাবুদ্দিন সওদাগরের দুুই ছেলে মহিউদ্দিন ও সাদ্দাম হোসেন বলেন, আমাদের বাবার অপরাধ তিনি দীর্ঘ সময় ধরে সততার সঙ্গে এলাকায় সমাজপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এলাকায় মাদকসেবি খারাপ মানুষের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন। সেকারণে সমাজের খারাপ প্রকৃতির মানুষগুলো আমাদের বাবার উপর ক্ষুব্ধ। এই চক্রান্তের অংশ হিসেবে তাঁরা একমাস আগের একটি সাজানো ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলায় জড়িয়ে দিয়েছে।

দুই ছেলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, আমাদের বাবা যদি সত্যিকারের অপরাধী হয, আমরা বিচার মাথাপেতে নেব। তবে তাঁর আগে ধর্ষণ ঘটনার মেডিকেল রিপোর্ট দিতে হবে। প্রয়োজনে ঘটনার সত্যতা নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করতে হবে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই, নিরপেক্ষ নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

শাহাবুদ্দিন সওদাগরের পরিবার সদস্যরা বলেন, আমরা মিডিয়া ট্রাইয়াল বা অপপ্রচারের শিকার। একটি মিথ্যা ঘটনায় আমাদের পরিবার সদস্যদের জীবনযাপন বিষিয়ে তুলেছে। এখন রাতের বেলায় আমাদের বাড়িতে এসে হামলা চালানো হচ্ছে। পরিবারের নারীদের ইজ্জত নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে। এ অবস্থায় আমরা প্রশাসনের কাছে সুবিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে জরুরি হস্তক্ষেপ কামনা করছি। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd