বার্তা ডেস্ক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে চিহ্নিত দূর্বৃত্ত কর্তৃক আনিছুর রহমান (২০) নামক এক যুবকের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গতকাল ২৯ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে হারবাং ষ্টেশনস্থ দোহা ফুড এর সামনে চলাচল রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪জনকে অভিযুক্ত করে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবক আনিছুর রহমান। থানায় দায়েরকৃত অভিযোগে অভিযুক্তরা হলেন- ওই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার মো. মনিরের পুত্র মো. আয়ান(২৫), মিজবাহ উদ্দিনের পুত্র মো. জিসান(২২), মো. মনু’র পুত্র মো. জিদান(২০) ও মিজবাহ উদ্দিনের পুত্র মো. রিপন (১৯)। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী যুবক আনিছুর রহমান একজন গাড়ি চালক। গতকাল ২৯ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে আরকান সড়কের পাশে তার ট্রাক গাড়িটি রেখে হারবাং স্টেশনস্থ দোহা ফুড নামক দোকানে নাস্তা করার জন্য গেলে অভিযুক্ত ৪ যুবক সন্ত্রাসী কায়দায় ধারালো ছোরা ও লোহার রড়, লাঠি হাতে পরিকল্পিতভাবে আনিছুর রহমানের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার কাছে রক্ষিত গাড়ির আমদানির ৩৫,৩০০ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে, তার শৌর-চিৎকারে স্টেশনে অবস্থানরত লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করানো হয়। এদিকে, এ হামলার ঘটনার পরও এসব চিহ্নিত দূর্বৃত্তরা বিভিন্নভাবে হুমকিধমকি দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী আনিছুর রহমান। এমতাবস্থায় ভুক্তভোগী যুবক প্রশাসনের কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।