• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
তানোরে হিমাগারে ভাড়া দ্বীগুন বৃদ্ধির করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল রোটারি ক্লাব অফ আধুনিক চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ বাগমারাতে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুণ্য খনন ও স্মরনীয় করতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত পটিয়ায় কলিমউদ্দিন এর উদ্যাগে খাজা মঈনুদ্দিন চিশতি (র:) ওরশ সম্পন্ন পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ নাইক্ষ্যংছড়ি সীমান্তের একটা উপজেলা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা করলে হবে না, সুজা উদ্দিন কর্ণফুলীতে বাবার সাথে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু  দ্য টাইমসের প্রতিবেদন: যুক্তরাজ্য সরকার মন্ত্রী হিসেবে টিউলিপের ‘বিকল্প বিবেচনা’ করছে কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর হত্যার ঘটনায় মামলা বসুন্ধরার অনুষ্ঠানে গিয়ে সমালোচনার মুখে শফিক রেহমান

চকরিয়া থানার ওসি যোগদানের ৩ মাসের মধ্যে হত্যা, ডাকাতি ও বিভিন্ন অপরাধে জড়িত ৪৭৮ আসামী গ্রেপ্তার

কামাল উদ্দিন, চকরিয়া / ১৮ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

মোঃ কামাল উদ্দিন, চকরিয়া প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে আলোচনা-সমালোচনায় পুলিশের নেতিবাচক দিকগুলোই বেশি মুখরোচক হয়ে ওঠে। আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করার পাশাপাশি দক্ষ, আচরণে মানবিক চরিত্রে দৃঢ়তা ও সততায় সচ্চরিত্রে পুলিশ যে জনগণের বন্ধু তার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন কক্সবাজার জেলার চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া। উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি এলাকাতেই ছুটে চলেছেন ওসি মঞ্জুর কাদের ভূইয়াসহ পুলিশ সদস্যরা। উপজেলার প্রতিটি এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে সচেতন করেছেন। এছাড়াও যে কোন অভিযোগ নিয়ে থানায় গেলে তাৎক্ষণিক সেটির কার্যক্রম শুরু করে দেন ওসি। এমনকি তাঁর কক্ষে প্রবেশে আলাদা অনুমতি নিতে হয় না সেবাপ্রার্থীদের। মানবিক দায়িত্বশীল ওসির বিরামহীন সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ওসি মঞ্জুর কাদের ভূইয়া বলেন, “আমার রুমে প্রবেশ করতে কোনো অনুমতি বা আমাকে স্যার বলে সম্বোধন করার প্রয়োজন নেই। পুলিশ জনগণের বন্ধু। আমরা সেবা প্রার্থীদের সঙ্গে বন্ধুর মত করে ব্যবহার করি। সুন্দরভাবে সেবা দেওয়ার আমার কাজ।” সেবাপ্রার্থীদের অভিযোগ সরাসরি শুনছেন ওসি। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তাও। তার কাছে তাৎক্ষণিক সেবা পেয়ে মুগ্ধ সর্বশ্রেণির মানুষ। ওসির বিরামহীন সেবায় ইতোমধ্যেই ব্যাপক সারা পড়েছে চকরিয়া জুড়ে।

থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া গত (২০ সেপ্টেম্বর) চকরিয়া থানায় যোগদান করার পর থেকেই এই থানার আগে চিত্র তিনি পাল্টে দিয়েছেন, থানাকে বানিয়েছেন জনগণের ভরসাস্থল। জনগণ আর নিজের মধ্যে দূরত্ব না রেখে নিজেকে উপস্থাপন করেছেন অতি সাধারণ একজন পুলিশ সদস্য হিসেবে। সব সেবা প্রার্থী তার কাছে সমান।তিনি যোগদানের পর থেকেই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নত করেছেন। এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী,অস্ত্রধারী চাঁদাবাজ,ও ছিনতাইকারী গ্রেপ্তারসহ জিআর ওয়ারেন্ট সিআর ও একাধিক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযান শুরু করেন।

চকরিয়া থানায় গত ৩ মাসে ৪৭৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের পেশাদার ডাকাত ২২জন, মলম পার্টি ৩, মাদক ব্যবসায়ী ১৪, নিয়মিত মামলায় গ্রেফতার-১৭১, সাজা প্রাপ্ত আসামী ২৮জন, ওয়ারেন্টভুক্ত আসামী ১৯১ জন। এর মধ্যে সেনা কর্মকর্তার হত্যা মামলায় ১২জন ডাকাত, ঢেমুশিয়া জাকের হোছন হত্যা মামলায় ২ জন, কৈয়ারবিল মোঃ আয়ুব হত্যা মামলায় ১জন গ্রেফতার খুটাখালী টমটম গ্যারেজ ডাকাতির মামলায় ৩ জন গ্রেপ্তার করেন। এরমধ্যে অস্ত্র উদ্ধার ৫টি এলজি অস্ত্র ও ১৭ রাউন্ড গুলি। ডাকাতি হওয়া ১টি পিকআপ ও ৫২ টি টমটমের ব্যাটারী। মাদক-৪ হাজার ৩শ ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, গাঁজা- ৪৩ কেজি ৬শ ৫০ গ্রাম, ২৭ লিটার চোলাই মদ। ১জন গরু চোর সহ ১ টি গরু উদ্ধার, ৮ টি ছাগল উদ্ধার, ৮টি বিহিঙ্গি জাল উদ্ধার করেন। এছাড়াও থানায় আগত সেবা গ্রহিতাদের চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করান তিনি। সাধারণ ডায়েরি বা অভিযোগ কোন কিছু করতেই আর টাকা লাগে না। সাধারণ ডায়েরি লেখার জন্য রাখা হয়েছে একজন পুুলিশ সদস্য রাইটারকে। যে কোন ঘটনায় নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন ওসি। এছাড়াও সেবাপ্রত্যাশীদের কাজ করে দিবে বলে এবং সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করে টাকা আদায় চেষ্টা করলে তাকে ধরিয়ে দিতে থানার দেয়ালেই ব্যানার টাঙ্গিয়ে দেন ওসি। এক সেবা প্রার্থী বলেন, “একসময় থানায় দালালদের দৌরাত্ম ছিল চোখে পড়ার মতো। ওসি মহোদয় যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত।” এমন উদ্যোগের কারণে ইতোমধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

এছাড়া অসহায় নারীদের নানাবিধ অভিযোগ ও আইনি সহায়তা প্রদানে ওসির কর্মকাণ্ডে অনেক খুশি স্থানীয় জনপ্রতিনিধিরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া বলেন, “পুলিশ হবে জনবান্ধব। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ভয়ভীতি দূর করে সেবা জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd