মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি- চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার ( ২২ মার্চ) বিকেল ৫ টায় চকরিয়া পৌরশহরস্থ ইটালিয়ান রুপটপ রেস্তোরাঁয় সংগঠনের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম ছোটনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার মিনহাজ উদ্দিন।
উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটির উপদেষ্টা আজিজুল হক, আসহাব উদ্দিন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুবাইদুল হক, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুল মজিদ, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, দৈনিক কক্সবাজারের প্রতিনিধি মিজবাউল হক, দৈনিক প্রথম আলো চকরিয়া প্রতিনিধি এসএম হানিফ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুকুল কান্তি দাশ, সাঙ্গু পত্রিকার চকরিয়া প্রতিনিধি মনসুর রানা, দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন, সাংবাদিক নাজমুল সাঈদ সোহেল, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মাষ্টার রিদুয়ানুল হক, মাষ্টার মো. জুনাইদ, মোহাম্মদ সোহেল আরমান, দৈনিক স্বাধীন সংবাদের চকরিয়া প্রতিনিধি আরাফাত চৌধুরী প্রমুখ। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অতিথিরা বলেন, রক্তদান একটি ভালো উদ্যোগ। একজনের রক্ত অন্যজনের দেহে সঞ্চালনের মাধ্যমে একটি প্রাণ বেঁচে যায়। এতে আল্লাহ পাকও খুশি হন। যারা এ মহৎকাজে জড়িত থাকে তাদের কাছ থেকে সমাজ ও রাষ্ট্র সুফল পাচ্ছে। যেমন চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটির সদস্যরা গর্ভবতী নারী, সড়ক দুর্ঘটনায় আহত, ক্যান্সার আক্রান্ত রোগীদের রক্তের ব্যবস্থা করে দিচ্ছে। তাদেরকে সমাজের শিক্ষিতদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে।
চকরিয়া ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, দীর্ঘ ৮ বছর ধরে আমরা দেশের ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসতেছি। চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটি একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। আমরা গর্ববতী নারীদের জরুরি রক্তের ব্যবস্থাসহ সামাজিক মঙ্গলজনক কাজে এগিয়ে যাবার চেষ্টা করি।
এদিকে, আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুল হামিদ, ফজলুল করিম, বিশ্বজিৎ শর্মা, রেজাউল করিম বাবলু, রিপন, মোহাম্মদ রাশেল রানা, আবু রজিন, আনিসুল ইসলাম ফারুকীসহ অনেকে।
এছাড়াও আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে গাজার মুসলমান নর -নারীর হেফাজতে দোয়া ও সূরা পাঠ করা হয় এবং সংগঠনের সকল সদস্যদের সুস্থতা কামনায় পবিত্র দোয়া, মোনাজাতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্ত হয়।