ডেঙ্গু পরিস্থিতি অবনতি হওয়ায় চট্টগ্রাম শহরের ছয় এলাকাকে ‘রেড জোন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় ডেঙ্গু সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে এ তালিকা করেছে।
কোতোয়ালি, বাকলিয়া, বায়েজিদ বোস্তামী, বন্দর, পাহাড়তলী ও খুলশীকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে গত আটই অক্টোবর প্রতিবেদন প্রকাশ করে সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু আক্রান্তের হার বেড়ে যায়।
এ প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই শহরের ২৩টি এলাকায় মোট ৫১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ রেড জোন হিসেবে তালিকাভুক্ত এলাকাগুলোর মধ্যে কোতোয়ালিতে সর্বোচ্চ ১০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
এছাড়া বাকলিয়ায় ১০৩ জন, বায়েজিদ বোস্তামীতে ৭৬ জন, বন্দরে ৩৩ জন, পাহাড়তলীতে ৩২ জন এবং খুলশীতে ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
একইসাথে সংক্রমণের মাঝারি উচ্চ ঝুঁকি রয়েছে এমন পাঁচটি এলাকাকে ‘ইয়েলো জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মৃদু ঝুঁকি রয়েছে এরকম সাতটি এলাকাকে ‘ব্লু জোন’ এবং ডেঙ্গু আক্রান্তে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হিসেবে শহরের চারটি এলাকাকে ‘গ্রিন জোনে’ তালিকাভুক্ত করা হয়েছে। – সূত্র : বিবিসি