পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি– চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাএদলের সাংগঠনিক সম্পাদক গাজী মো.মনিরকে সভাপতি, আব্দুল করিমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২১ মার্চ) রাতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক অ্যাড. কামাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সিনিয়র সহসভাপতি আতাউর রহমান কাউছার, সহসভাপতি নাজিম উদ্দীন চৌধুরী বকুল ও মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক শওকত আলী সাকিব ও এসএম রিদুয়ান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারার আরিফুল ইসলাম রনি, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নিশান এবং সদস্য কামাল হোসেন। নতুন সভাপতি গাজী মনির জানান, সংগঠনকো শক্তি শালী ও গতিশীল করতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির ঘোষণা করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন।
২২/০৩/২৫ ইং।