নিজস্ব প্রতিবেদকঃ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মইয়্যাদিয়া এলাকার মোহাম্মদ নবী হোসেন নামের এক অসহায় পরিবারের চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের আওয়ামী লীগে নেতা শাহাব উদ্দিনের বিরুদ্ধে।
এ বিষয়ে গত ৯সেপ্টেম্ব পেকুয়া সেনা ক্যাম্পে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সুত্রে জানা যায়,জমির প্রকৃত মালিক মোহাম্মদ নবী দীর্ঘ ৪০বছর ধরে তার ভোগদখলীয় জমিতে বসবাস করে আসছিল। ২০০৬ সালে আ’লীগ নেতা শাহাব উদ্দিন প্রভাব কাটিয়ে বসতভিটার গাছ কেটে ফেলেন।পরবর্তীতে ২০১২সালে এসে পুর্ব শত্রুতার জের ধরে নবী হোছেনের স্ত্রীকে কুপিয়ে মারাত্নক জখম করে,পরে পেকুয়া থনায় একটা মামলা দায়ের করেন,যার মামলা নাম্বার জি.আর ৮৮/১২। মামলাটি এখনো চলমান রয়েছে। তার জের ধরে আবারো গত ৩০সেপ্টেম্বর হামলা চালান ঐ আ’লীগ নেতা ও তার সন্ত্রাসী বাহিনীরা।
অভিযোগে আরো উল্লেখ করেন,গত ২৯ফেব্রুয়ারী পেকুয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শাহাব উদ্দিন ও দেলোয়ার হোসেনের নামে ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করা হয়। উক্ত সালিসি বৈঠক এমইউপি সহ মোট পাঁচ জন ব্যাক্তিবর্গের উপস্থিতিতে বিচারকগণ বিবাদীগনের কোন অংশ ওই জমিতে নাই বলে রায় দেন।তারপরও সে আইনকে তোয়াক্কা না করে আওয়ামী লীগের প্রভাব কাটিয়া চলাচল রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করে জায়গা জবরদখল করে নেন।
বাদীর ছেলে রমজান আলী বলেন, আমার বাবার দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি উদ্ধারের জন্য এ নিয়ে ইউনিয়ন পরিষদে একবার সালিশ বৈঠক হয়,আরেকবার সালিশ বৈঠক হয় সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীরের বাড়িতে সালিশে বৈঠকে চেয়ারম্যানসহ বিচারকরা সমস্ত কাগজপত্র দেখে আমাদের পক্ষে রায় দেন। দখল করা জমি আমার বাবাকে ফেরত দিতে বলেন ঐ সালিসি বৈঠক বিচারকগণ। কিন্তু আইনকে তোয়াক্কা না করে আমাদেরকে বিভিন্ন সময় বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যেতে হুমকি দিচ্ছে। আমরা শাহাব উদ্দিন, দেলোয়ার ও জহিরুল ইসলামকে আইনের আওতায় এনে আমাদের জায়গা দখল মুক্ত করে পুণরায় ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
এই বিষয়ে শাহাব উদ্দিনের থেকে জানার জন্য মোবাইল ফোনে একাধিক বার কল দেওয়ার পরে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।