চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে শত বছরের প্রাচীণ বিষ্ণু মন্দিরে সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাম নবমী পালিত হয়েছে।
৬ এপ্রিল রোববার রাতে শহরের পুরানবাজার ১নং ওয়ার্ডের পালপাড়াস্থ বিষ্ণু মন্দিরে হিন্দু মহাজোটের সার্বিক তত্ত্বাবধানে এই রাম নবমী পালিত হয়। মন্দিরটির বয়স ১শ’ ৮ বছর।
রাম নবমী উপলক্ষ্যে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় বলেন, রামের জন্মদিনকে ঘিরে প্রতি বছরই এই মন্দিরটিতে রামনবমী হয়। এরমধ্যে ধর্মীয় সংগীত, বিশেষ প্রার্থণা ও রাম অবতারের জীবনী তুলে ধরা হয়। রাতে মন্দিরটিতে সনাতনী সাধারণ ভক্তবৃন্দ ছাড়াও হিন্দু ধর্মালম্বী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসায় এক ধরনের মিলনমেলায় রূপ নেয়। এতে করে শ্রী রামের আদর্শকে ধারণ করে সুন্দর সমাজ বিনির্মাণে একে অপরের সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়।
এ বিষয়ে চাঁদপুরের হিন্দু মহাজোটের সভাপতি শিবু চন্দ্র দাস বলেন, আমরা সবাই একে অপরের ভাই। রামনবমীকে ঘিরে এই মন্দিরটিতে আমরা সবসময়ই ধর্মীয় উৎসবে মেতে উঠি। এতে করে একত্রিত হওয়ায় আমাদের সবার সাথে সবার দেখা হয় এবং কুশল বিনিময় হয়। যার কারনে সুন্দর সমাজ বিনির্মাণে আমরা একে অপরের সাথে সমন্বয় করে কাজ করতে সহজ হয়।
এদিন মন্দিরটিতে রামনবমীর বিশেষ প্রার্থণা পরিচালনা করেন চাঁদপুর জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক উত্তম গোস্বামী এবং ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন পল্লী সেবক সংঘের সাধারণ সম্পাদক বলাই সরকার।
এসময় চাঁদপুর হিন্দু মহাজোটের সহসভাপতি রতন মজুমদার, পৌর কমিটির সহসভাপতি অতুল সরকার, জেলা যুব মহাজোটের সহসভাপতি বাপন দাস, সাংগঠনিক সম্পাদক দুলাল সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।