রেজাউল করিম, পেকুয়া- চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়া (চুসাপ) কতৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পেকুয়ার শিক্ষার্থীদের সবিধার্তে ফ্রি বাস সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ই মার্চ) এ ফ্রি বাস সার্ভিস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়া (চুসাপ) এর সভাপতি আল নাহিয়ান ইশাতের সভাপতিত্বে ফ্রি বাস সার্ভিস কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট। এ ফ্রি বাস সার্ভিস কার্যক্রম উদ্বোধনের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পেকুয়ার A, B, C, D ইউনিটের পরীক্ষার্থীরা খুব সহজে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।
চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়া (চুসাপ) এর সভাপতি আল নাহিয়ান ইশাত জানান, পেকুয়া এলাকা ও নিজেদের উন্নয়নের প্রয়োজনে এই সংগঠনের যাত্রা, যা আগামীতেও অব্যাহত থাকবে। সার্বিক সহযোগিতার জন্য কামরান জাদিদ মুকুট এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই।”
পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, পেকুয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ করতে চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ পেকুয়া (চুসাপ) এর উদ্যোগে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। এই মহৎ উদ্যোগে নিজেকে যুক্ত থাকতে পারা আমার জন্য সম্মানের ব্যাপার। শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে পাশে থাকা আমাদের কর্তব্য, এবং আমি তা সাধ্যমতো পালন করতে চাই। জনাব সালাহউদ্দিন আহমদ সাহেবের স্বপ্নের পেকুয়াকে এগিয়ে নিতে মেধাবী প্রজন্মই সবচেয়ে বড় সম্পদ।