সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রামঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রামের পটিয়ার ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হিসেবে মনোনীত করা হয়েছে আবদুর রশিদ দৌলতী চেয়ারম্যানকে। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন দলটির শীর্ষ নেতারা।
এ সিদ্ধান্ত আজ ১২ সেপ্টেবর ২০২৪ থেকে কার্যকর হবে। কৃষক দলের কেন্দ্রী কমিটির দফতর সম্পাদক শফিকুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।