ছাত্রলীগকে নিষিদ্ধ করার সময় বেঁধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী সোমবারের মধ্যে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। নইলে মঙ্গলবার চট্টগ্রাম থেকেই কঠোর আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) রাতে সিভয়েস২৪’কে বিষয়টি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ।
বিগত ১৬ বছর বাংলাদেশে ছাত্রলীগ একটি আতঙ্কের নাম ছিল উল্লেখ করে রাসেল বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর হল ছাত্রলীগের দখলে ছিল। যারা দূর দূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আসতো তাদের হলে থাকতে ছাত্রলীগের ছায়াতলে থাকতে হতো। ফলে, হলরুম-গেস্টরুমের কালচার তাদেরকে অমানুষ হিসেবে গড়ে তুলেছিল। এর মধ্যে নিজেকে বাঁচিয়ে রেখেছিল নানা কৌশল অবলম্বন করে। আমরা বিভিন্ন আন্দোলনে দেখেছি ছাত্রলীগ লাঠি, দেশীয় অস্ত্র কিংবা গুলি নিয়ে আন্দোলনকারীদের প্রতিহত করেছে। যেখানে একটা যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের কিংবা আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করার কথা সেখানে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।‘
রাসেল বলেন, ‘আমরা যখন ২০২৪ সালে একটা যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নেমেছিলাম। সেইসময় কোটা সংস্কার পর্যন্ত আন্দোলনটা ছিল তখন পর্যন্ত যদি আমাদের সাথে থাকতো, আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করতো তবে আজ ছাত্রলীগ নিষিদ্ধের কথা উঠতো না। সে জায়গা থেকে তারা আমাদেরকে হামলা করেছে, আমাদের বোনদেরকে রক্তাক্ত করেছে, ভাইদেরকে গুলি করে শহীদ করেছে।’
ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, ‘এই ছাত্রলীগ নামে সংগঠনকে আগামী সোমবারের মধ্যে যেন নিষিদ্ধ করা হয়। যদি সোমবারের মধ্যে নিষিদ্ধ করা না হয়, মঙ্গলবার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের রাজপথে নামবে এবং আওয়ামী লীগের যতগুলো সংগঠন এবং তাদের দোসর রয়েছে তাদেরকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে।’
এদিকে, ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম নিয়ে জানতে সংগঠনটির একাধিক নেতার মুঠোফোনে কল করা হলেও কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি। সবার ফোন বন্ধ পাওয়া যায়। - সিভয়েস২৪