জমকালো আয়োজনে খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন।
জমকালো আয়োজনে মানসম্মত শিক্ষার উদ্দেশ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে খানসামা জিয়া সেতুর পূর্বপাড়ে ওই স্কুল ক্যাম্পাসে খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ও খানসামার সন্তান ফারুক হোসেন এর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শরিফুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান, ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল হক চৌধুরী বিএসসি, বিবি কাঞ্চন চক্ষু হাসপাতালের পরিচালক ডা. আব্দুল লতিফ, অবসরপ্রাপ্ত শিক্ষক শিবায়ন গোস্বামী ও জহুরুল ইসলাম বিএসসি, জজ কোর্টের এপিপি খয়রাত আলী, স্কুলের উপদেষ্টা ও পরিচালক এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ ও স্থানীয়রা।