শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভাষণে দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, বিশ্ব সম্প্রদায় এখন কার্বনমুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে। তবে, নেট-জিরো পৃথিবীর লক্ষ্য পূরণে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি আরও জানান, আমি বিশ্বাস করি, সমগ্র বিশ্ব একসাথে ‘তিন শূন্য’-এর ধারণা বিবেচনা করতে পারে। এর মাধ্যমে তরুণ-তরুণীরা উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে।
ড. ইউনূসের মতে, তরুণদের সৃজনশীলতার বিকাশে একটি ভারসাম্যপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ প্রয়োজন, যেখানে সামাজিক সুফল, অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে সম্পর্ক স্থাপন করা হবে।
তিনি বলেন, উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি এবং অংশীদারিত্বের প্রয়োজন। জাতিসংঘ, সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও এনজিওগুলোকে একসাথে কাজ করতে হবে।
ড. ইউনূস উল্লেখ করেন, অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে অন্তর্ভুক্ত করলে নিচের অর্ধেক মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব। – নিউজনাউ