স্টাফ রিপোর্টার পেকুয়া- জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিলেট সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন কক্সবাজারের কুতুবদিয়ায় কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কুতুবদিয়া ফেরার পথে বিজয়ী ক্ষুধে খেলোয়াড়দের সংবর্ধিত করলেন পেকুয়া প্রাথমিক শিক্ষক সমিতি।
ওইদিন সকালে ১১টায় খেলোয়ার টিম পেকুয়া চৌমুহনী পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। পরে পেকুয়া চৌমুহনীস্থ ক্রেমলিন চৌধুরী প্লাজার চতুর্থ তলায় পেকুয়া স্পোর্টস এ্যারেনা টার্ফে দেয়া হয় বীরোচিত সংবর্ধনা ।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মহসিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পাক্ষিক পেকুয়ার সম্পাদক ছাফওয়ানুল করিম, কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল, অধিনায়ক সাইফুল ইসলাম, পেকুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি রমিজ রেজা , বান্দরবান পিটিআই ইনস্ট্রাক্টর মাহমুদুল হক, মোঃ হেলাল উদ্দিন প্রশি, আবুল কালাম প্রশি, মোঃ আবু তাহের প্রশি, আব্বাস উদ্দিন প্রশি, যুগ্ম সম্পাদক মাহাবুল আলম, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোছাইন, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম, আবদুল করিম, নাছির উদ্দিন, কামাল হোসেন, বদরুল আলম, শওকতুল ইসলাম, জসিম উদ্দিন, দিল মোহাম্মদ, ওয়াজেদ আলী, এ কে এম সোহেল, সোহেল রানা, মোজাফফর আহমদ, জয়নাল আবেদীন, কামরুল হাসান, রিপন, নুরুল কাদের, আরও অনেক শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মোঃ নাহিদ হোসেন তোহা, সর্বোচ্চ গোলদাতা মোঃ জুবাইরসহ সংবর্ধিত ক্ষুধে খেলোয়াড়েরা।
উল্লেখ্য যে ২৭ ফেব্রুয়ারী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিলেট সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয় কক্সবাজারের কুতুবদিয়ায় কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।