অনলাইন ও অফলাইনে সবচেয়ে জনপ্রিয় জাতীয়বাদী সেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স চট্রগ্রাম দক্ষিন জেলা শাখার ৪৩ বিশিষ্ট আংশিক পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হলো ।
জেলার ৭ টি উপজেলা ও ৪ টি পৌরসভা থেকে সমন্বয় করে কমিটি কমিটি গঠন করা হয়। সাবেক আহ্বায়ক পটিয়া উপজেলা যুবদল নেতা অনলাইনে এক্টিভিটিস মোঃ কামাল হোসেন কে সভাপতি বাঁশখালি উপজেলা থেকে জয়নাল আবেদিন কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ান ও সাধারন সম্পাদক বরিউল আউয়াল তালুকদ্বার রবি র সমন্বয়নে ৫/১২/২০২৪। তারিখে সংগঠনের কেন্দ্রীয় প্যাডে এই কমিটি অনুমোদন করা হয়।
এতে সিঃ সহসভাপতি নির্বাচিত হন জালাল উদ্দীন ছোটন (পটিয়া পৌরসভা) সিঃ যুগ্ন সম্পাদক সামশুল আরেফিন মাসুদ (চন্দনাইশ) ( যুগ্ন সম্পাদকের পদ মার্যাদায়)সাংগঠনিক সম্পাদক হন জিয়াউর রহমান (আনোয়ারা) দপ্তরের দায়িত্ব দেয়া হয় ওসমান আহম্মদ শান্ত (পটিয়া), প্রচার সম্পাদক সোহাগ (সাতকানিয়া) প্রমুখ।