চট্টগ্রামের মিরসরাই উপজেলার কমলদহ রূপসী ঝর্নায় দুই পর্যটক ঝর্নার গভীর কূপে ডুবে নিহত হয়েছে। মিরসরাই এবং চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল লাশ দুটি উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা জানিয়েছেন, ঝরনার ছবি তুলতে গিয়ে পা পিছলে পড়ে এ দূর্ঘটনা ঘটেছে।
জানাগেছে, শুক্রবার (৪ অক্টোবর) ১৩জন বন্ধু মিলে মিরসরাই উপজেলার কমলদহ রূপসী ঝর্নায় ঘুরতে আসেন। সকাল ৭টায় ঝর্নায় এসে পৌঁছেন তারা। সাড়ে ৮টার সময় সেল্ফি তুলতে গিয়ে পা পিছলে ঝর্নার কুপে ডুবে যায় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ছাত্র মুশফিকুর রহমান আদনান (২১) ও নারায়ণগঞ্জ সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র মাহবুব রহমান মুস্তাকিন (২১)। বন্ধুরা তাদের উদ্ধারের ব্যর্থ হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মিরসরাই এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন । পরে দুপুর আনুমানিক ১টার দিকে দুই জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে ।
একসাথে ঘুরতে আসা বন্ধু আসিফ জানান, ঝর্নার পিছলা পাথরের উপর পা রাখা কঠিন। একটু অসতর্ক হলেই বিপদ। আমরা ১৩ বন্ধু একসাথে ঢাকা থেকে এসেছি। সকাল ৭টায় ঝর্নায় পৌঁছে সাড়ে ৮টার সময় সেল্ফি উঠাতে গিয়ে প্রথমে আমাদের বন্ধু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র মুস্তাকিন (২১) গভীর কুপে পড়ে ডুবে যায় । তাকে উদ্ধারের জন্য এগিয়ে এসে হাত ধরতেই পা পিছলে পড়ে যায় আদনান (২১)। আদনান নারায়ণগঞ্জ কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমি নিজেও পড়ে গিয়ে স্থানীয়দের সহায়তায় উঠতে পেরেছি। অনেক খোঁজাখুঁজির পর ফায়ারসার্ভিসের ডুবুরি দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে। আমরা ১৩ বন্ধু একসাথে বেড়াতে এসে দুই বন্ধু কে আমরা হারিয়েছি। একসাথে বেড়াতে এসে এখন দুই বন্ধুর লাশ নিয়ে ফিরতে হবে ভাবতে পারছিনা।
নিজামপুর পুলিশ ফাঁডির উপ পরিদর্শক মোঃ মমিন হোসেন জানান, আমরা দুইজন পর্যটকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। নিহত আদনানের বাবা এবং মোস্তাকিম এর ভাই আমাদের সাথে রয়েছেন। তাদের কোন আপত্তি না থাকলে আমরা পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো। এখন লাশ থানায় নিয়ে যাচ্ছি।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, রূপসী ঝরনায় দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অভিযান চালিয়ে ঝরনার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকাল ৯টায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ৪০ মিনিটে উদ্ধার অভিযান শুরু করি। দীর্ঘ প্রায় ৪ ঘন্টা পর ১টা ৪৫ মিনিটে উদ্ধার কার্যক্রম শেষ করে দুইজনের মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪ ঘন্টা অভিযান পরিচালনা করেছে।তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তারা সাঁতার না জানার কারণে কূপের পানিতে ডুবে মারা গেছে। মিরসরাই নিজামপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোঃ মোমিন জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে ।
উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর খৈয়াছরা ঝর্ণায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তা নিহত হন। পরের দিন ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ঝুঁকিপূর্ণপাথর অপসারণের জন্য খৈয়াছরা ঝর্ণায় পর্যটক প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ। অবশেষে ৬ দিন পর পর্যটকদের জন্য খুলে দেয়া হলো ঝর্ণাটির প্রবেশ পথ।
অসংখ্য জিরি ঝর্নার জন্য ট্রেইল এডভেঞ্চার পর্যটকদের কাছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পরিচিতি সারাদেশে। এই বর্ষায় ঝর্না গুলো মৃত্যুপুরী হিসেবে আত্নপ্রকাশ করছে। কেড়ে নিচ্ছে সম্ভাবনাময় তরতাজা প্রাণ। এক সপ্তাহের মধ্যে খৈয়াছড়া ঝর্ণার গভীর কূপে ডুবে প্রান হারিয়েছে এক ব্যাংক কর্মকর্তা সহ তিনজন। এরপর ঝর্নায় পর্যটকদের গমন নিষিদ্ধ করে মিরসরাই উপজেলা প্রশাসন। গতকাল ৩ অক্টোবর থেকে চালু করার পর প্রথম দিনে নিহত হলো দুই পর্যটক।
রূপসী ঝরনার উপর থেকে পড়ে ও নিচে কূপের পানিতে ডুবে বিগত তিন বছরে বেশ কয়েকজন পর্যটক মৃত্যুবরণ করেছেন। এছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে সেলফি তুলতে গিয়েও অনেক সময় দুর্ঘটনা ঘটে।