পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পটিয়ার প্রবীন সাংবাদিক নুরুল ইসলাম আর নেই। (১৩ অক্টোবর রবিবার) বেলা আড়াইটায় নিজ বাসভবন পটিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর গোবিন্দরখীল গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন)।
তিনি স্ত্রী, তিনপুত্রসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
প্রবীন সাংবাদিক নুরুল ইসলাম এর নামাজ জানাজা ১৩ অক্টোবর রাত ১০টায় আমির ভান্ডার দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষ তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
সাংবাদিক নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুচ্ছফা সরকার, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রণী সহ জেলা উপজেলা পৌরসভা জাতীয় পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, বিবৃতিতে নেতৃবৃন্দ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।