কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে ফাঁকা গুলি ছুঁড়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।
বুধবার (৪ ডিসেম্বর ) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা পাহাড়ে অপহরণকারীদের একজনকে ধরতে পারলও তাদের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন তিন বাসিন্দা।
অপহৃতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।
আহতরা হলেন, কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১২) গুলিবিদ্ধ হয় । আটক অপহরণকারীও কম্বনিয়াপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে সাদ্দাম (২৭) ।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। এখন আমরাও ঘটনাস্থলে পৌঁছেছি। র্যাব ও পুলিশ যৌথভাবে অপহৃতদের উদ্ধারে কাজ করছে।