• বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

টেকনাফে পাহাড়ি খালে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধিঃ / ৩৭ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুর ঢালার মুখ এলাকায় পিয়ারা বাগান সংলগ্ন পাহাড়ি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে দুই শিশু পাহাড়ি খালে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। শিশু দু’জন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

নিহত শিশুরা হচ্ছে—স্থানীয় শামলাপুর ঢালার মুখ এলাকার বেলাল উদ্দিনের ছেলে মসিফাত (১১) এবং আনোয়ারুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম (৮)। তাদের বাড়ির ছাগল সাঁকো পার হয়ে অন্য পাড়ে চলে গেলে তারা খালে নেমে গোসল করে। হঠাৎ একজন পানিতে ডুবতে থাকলে তা দেখে অপরজন ডুবে যাওয়া ভাইকে উদ্ধার করতে নামে। কিন্তু সাঁতার না জানার কারণে দু’জনই খালের পানিতে ডুবে যায়।

পরে চাকমা সম্প্রদায়ের কয়েকজন লোক তাদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য বাহারছড়া স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত করেন।

প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, তারা খালে গোসল করতে নামলে হঠাৎ পানিতে ডুবে যেতে দেখলে অপর একজন টেনে তুললে গেলে, দু’জনেই ডুবে মারা যায়। দুই শিশুকেই এশার নামাজের পর দাফন করা হয়েছে।

বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি দস্তগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd