কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি সফল অভিযানে ১১ কোটি ৫২ লাখ টাকা মূল্যমানের ১০.৫ কেজি স্বর্ণালংকার ও স্বর্ণের বারসহ দুইজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। অভিযানে আরও উদ্ধার করা হয় ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা বাংলাদেশি নগদ অর্থ, ২ লাখ ২৯ হাজার ৫০০ মায়ানমারের কিয়াত এবং ১০টি মোবাইল ফোন।
বিজিবির সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর রাতে সংবাদ পেয়ে টেকনাফের অলিয়াবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ ব্যাটালিয়নের চোরাচালান প্রতিরোধ টহল দল এলাকাটি ঘিরে ফেলে এবং সন্দেহভাজন একটি বাড়িতে তল্লাশি চালায়। অভিযান চলাকালে দুইজন চোরাকারবারি পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাকারবারিদের মধ্যে একজনের নাম মোঃ হাফিজুর রহমান (২৮) এবং অন্যজন মোঃ আনোয়ার (৩০)। তারা দুজনই মায়ানমারের মংডু জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা মায়ানমার থেকে স্বর্ণ এবং মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করে আসছিল।
উদ্ধারকৃত স্বর্ণালংকার, নগদ অর্থ ও মায়ানমারের মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানসহ অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। – টিটিএন ডেস্ক